১) আমদানিকারক, রপ্তানীকারক, ও ইনডেন্টরদের অনলাইন নিবন্ধন সেবা অনলাইন লাইসেন্সিং মডিউল (OLM) চালু করা হয়েছে। এর ফলে বিশ্বের যে কোন প্রান্ত হতে সেবা গ্রহণ করা যাচ্ছে। অনলাইন লাইসেন্সিং মডিউল (OLM) সেবার মাধ্যমে আমদানিকারক, রপ্তানীকারক, ও ইনভেন্টরদের আবেদন করতে বা নিবন্ধন সনদ পেতে অফিসে আসার প্রয়োজন হচ্ছে না। যার ফলে কোভিড-১৯ সময়কালেও অনলাইন লাইসেন্সিং মডিউল (OLM) সেবার মাধ্যমে অফিস কাযক্রম নিয়মিত পরিচালনা করা সম্ভব হচ্ছে। এতে করে অর্থ, শ্রম, ও সময় সাশ্রয় হচ্ছে।
২) বিশ্ব বাণিজ্যে অগ্রণী ভূমিকা পালন করা।
৩) এই দপ্তরের কর ব্যতীত রাজস্ব আয় বৃদ্ধি করা।
৪) মানবসম্পদ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন।
৫) শিল্প প্রতিষ্ঠানের বিকাশে সহায়ক ভূমিকা পালন।
৬) বিদেশী বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন।